Redmi note 10 lite বাংলা রিভিউ

 ফোনের রিভিউ করার আগে আমরা কিছু বিষয় সম্পর্কে জেনে নিই:


একটা ভালো ফোন চয়েজ করতে হলে আমাদের কয়েকটি বিষয়ে ধারণা থাকতে হবে তা হলো:


1. Processor (cpu)


2.জিপিইউ(Gpu)


3.ram speed


4.rom/Rom speed


5.image sensor


6.display panel and features(refresh rate,,touch simpling rate,etc)


7. Battery and fast charging


8.sounds system


9.software update


10.Etc.



1.প্রসেসর:


আমরা নিয়মিত যে ডিভাইস গুলো ব্যবহার করে থাকি যেমন- কম্পিউটার, ল্যাপটপ, নোটবুক, মোবাইল ফোন,ট্যাব এই সবগুলোতেই প্রসেসর থাকে। 

প্রসেসর হলো স্মার্টফোন/কম্পিউটারের অন্যতম প্রধান হার্ডওয়্যার(hardware)। একে সিপিইউ (CPU), chipset, মাইক্রোপ্রসেসর ও বলা হয়।



CPU এর পূর্ণরূপ হচ্ছে central processing unit (বাংলায় কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বা) 


যাকে কম্পিউটার/মোবাইল এর প্রসেসর বলা হয়। প্রসেসর (CPU) কম্পিউটার হার্ডওয়্যার এর এমন একটি অংশ, যেটি কম্পিউটার এর সকল এপ্লিকেশন, সফটওয়্যার, প্রোগাম কে রান করতে সাহায্যে করে। প্রসেসরকে আমাদের ব্রেইনের সাথে তুলনা করা যায়।ব্রেইন যেমন আমাদের শরীরের সবকিছু নিয়ন্ত্রণ করে।ঠিক তেমনি প্রসেসর একটি স্মার্টফোন/কম্পিউটারের সবকিছু নিয়ন্ত্রণ করে। Processor অপারেটিং সিস্টেম রান করার পাশা-পাশি অনান্য প্রোগাম গুলোকেও রান বা প্রসেস করতে সাহায্যে করে।


2.GPU(graphics processing unit):


GPU বা (গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট) এটিকে CPU এর advanced ভার্সন ও বলা হয়ে থাকে। যেটি কিনা graphical calculation (গ্রাফিক্যাল ক্যালকুলেশন) এর কাজ করে থাকে।

আমরা আমাদের কম্পিউটার অথবা স্মার্ট ফোনের স্ক্রিনে যেসব pictures (পিকচার) অথবা visual (ভিজুয়্যাল) দেখে থাকি, ওই গুলোকে গ্রাফিক্স বলে।


জিপিউ(GPU) এর প্রধান কাজ হলো সিপিউ এর গ্রাফিক্যাল কাজে সাহায্যে করা।


GPU দুই প্রকার:


>> কম্পিউটারে এবং স্মার্ট ফোনে, GPU দু-ধরনের হয়ে থাকে:



1. integrated GPU(ইন-বিল্ড)


2.Dedicated GPU (ডেডিকেটেড জিপিউ)




1. integrated GPU(ইন-বিল্ড):


** Processor এর সাথে, ইন-বিল্ড অবস্থায় যে জিপিউ থাকে তাকে integrated gpu বলে।


যেমন: স্মার্টফোনের ক্ষেত্রে Qualcomm Snapdragon প্রসেসর থাকলে, ওই প্রসেসর এর সাথে, (Adreno Gpu)ইন্ট্রিগ্রেটেড থাকে।

,,, Mediatek হলে ,Mali GPU ইন্ট্রিগ্রেটেড থাকে।


কম্পিউটারের ক্ষেত্রে 

Intel প্রসেসর এর সাথে, ইন-বিল্ড অবস্থায় (Intel HD Graphic) ইন্ট্রিগ্রেটেড থাকে,,,AMD প্রসেসর হলে Radeon graphics. Etc.



২. Dedicated GPU (external)



Dedicated gpu শুধু মাত্র gpu এর কার্যক্ষমতা বৃদ্ধি করার জন্য External ভাবে install করা হয়।


এটি শুধু মাত্র, ডেস্কটপ,, নোটবুক এবং ল্যাপটপ এ External ভাবে ইন্সটল করা সম্ভব ।


আপনি যদি professional হাই-গ্রাফিক্স এর কাজ করে থাকেন অথবা High end gaming করে থাকেন তাহলে আপনার একটা dedicated gpu install করা উচিত।



সিপিউ ছাড়া কোন কম্পিউটার সিস্টেম বা মোবাইল সিস্টেম রান হতে পারে না।


*কিন্তু জিপিউ ছাড়া সিস্টেম রান হতে পারে।


আপাতত এই পয়েন্টগুলোই যথেষ্ট বাকিগুলো অল্প বুঝিয়ে দিব।



Redmi note 10 specification:-



LAUNCH:

Announced 2021, October 01

Status Available. Released 2021, October 02


Dimensions:


Height: 165.75 mm

Width: 76.68mm

Thickness: 8.8mm

Weight: 209g


Build: Glass front (Gorilla Glass 5), glass back (Gorilla Glass 5), plastic frame,, Water-repellent coating


SIM: Dual SIM (Nano-SIM, dual stand-by)

  

DISPLAY: 16.9cm (6.67) FHD+ resolution ips lcd DotDisplay,,60hz refresh rate+120Hz Touch Sampling Rate!


Resolution: 2400 x 1080 FHD+

Brightness: 450nit (typ)

Contrast: 1500:1 (typ) | NTSC: 84% (typ)

Standard mode | Sunshine mode | Night mode | Color temperature adjustment mode


Corning® Gorilla® Glass 5

Anti-oil and anti-fingerprint protective coating


PLATFORM OS : Android 10, MIUI 11 pre-installed.


Chipset: Qualcomm Snapdragon 720G (8 nm)(5th generation AI engine,, hexagon 692)


CPU: Octa-core (2x2.3 GHz Kryo 465 Gold & 6x1.8 GHz Kryo 465 Silver)


GPU: Adreno 618


MEMORY:

Card slot: Expandable up to 512GB


RAM/ROM: 4/64,6/64/,6/128 LPDDR4x ram,,UFS2.1 flash storage



Rear camera:


48MP primary camera


1/2.25 inch Samsung ISOCELL Bright GM2 image sensor, 1.6μm 4-in-1 Super Pixel, f/1.79


8MP Ultra-wide angle camera


1.12μm,f/2.2,FOV 119°


5MP Macro Camera


1.12μm, 2cm focus


2MP Depth Sensor


1.75μm


Rear camera photography features:


10x digital zoom,,PDAF,,Single-tone flash,,Slow motion support: 120fps

Ultra nightscape mode | AI scene detection | Smart ultra-wide angle mode | Ultra wide-angle edge distortion correction | AI Beautify | Burst mode | Tilt-shift | Level display | Custom watermark | Pro mode | Portrait mode background blur adjustment | Studio Lighting | Panorama mode | AI high resolution photos


Video Recording features


Short video editing | ultra-wide angle video recording | macro video recording


Colour:Aurora Blue,,Glacial White,,Interstellar Black,,Champagne Gold.




Rear camera:


48MP Wide Primary Sensor

8MP Ultra-wide Camera

5MP Macro Camera

2MP Depth Sensor


48MP primary camera


1/2.25 inch Samsung ISOCELL Bright GM2 image sensor, 1.6μm 4-in-1 Super Pixel, f/1.79


8MP Ultra-wide angle camera


1.12μm,f/2.2,FOV 119°


5MP Macro Camera


1.12μm, 2cm focus


2MP Depth Sensor


1.75μm


Rear camera photography features:



Zoom:10x digital zoom

PDAF

Single-tone flash

Slow motion support: 120fps

Ultra nightscape mode | AI scene detection | Smart ultra-wide angle mode | Ultra wide-angle edge distortion correction | AI Beautify | Burst mode | Tilt-shift | Level display | Custom watermark | Pro mode | Portrait mode background blur adjustment | Studio Lighting | Panorama mode | AI high resolution photos



Video Recording features:


Short video editing | ultra-wide angle video recording | macro video recording


4K recording


30fps


1080P recording


60fps / 30fps


720P recording


30fps


1080P ultra-wide

angle video recording


30fps


720P ultra-wide

angle video recording


30fps


1080P slow motion

recording


120fps


720P slow motion recording


960fps / 240fps / 120fps



Front camera:


16MP Front Camera



Front camera photography features:


Panorama selfie | Palm shutter | AI silhouette detection | wide-angle distortion correction | Front camera HDR | Front camera display brightness correction | Selfie timer | Face recognition | Age recognition | Full screen camera frame | AI Beautify | AI feature adjustment | AI makeup | AI portrait mode | AI scene detection | AI studio lighting


Front camera video features:



Front camera video Beautify | Short videos (speed adjustment beauty filters and popular music)



SOUND:

Stereo speakers

3.5mm jack support




Communication:

WLAN :Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, Wi-Fi Direct, hotspot

Bluetooth 5.0, A2DP, LE

GPS Yes, with A-GPS, GLONASS, GALILEO, BDS, NavIC

NFC .



Infrared port :

Radio FM radio, recording

USB USB Type-C 2.0



Sensors: Fingerprint (side-mounted), accelerometer, gyro, proximity, compass 



BATTERY:

Type Li-Po 5020 mAh, non-removable with 18W Fast charging 

Colors : Aurora Blue, Glacier White, Interstellar Black, Champagne Gold.









বাংলাদেশের বাজারে unofficial দাম:


4/64=16,500 4/128=17,500 6/128=20,500 6/64=sure জানা নেই।





রিভিউ(Review):


এই মডেলটি মূলত Redmi note 9s এর রিব্র্যান্ডেড। Redmi note 9s আরেকটি রিব্যান্ডেড মডেল রয়েছে।সেটি হচ্ছে PoCo m2 pro। M2 pro আর redmi note 9s এর মধ্যে পার্থক্য ছিল ডিজাইন আর 33W Fast Charging.আর এখন Redmi note 10 lite আর PoCo m2 pro এর পার্থক্য শুধু নতুন কালার (Champagne Gold) আর 33W fast charging.আর কোন পার্থক্য নেই।




Gaming performance:


Redmi note 10 lite এর সবচেয়ে ভালো দিক হচ্ছে এর প্রসেসর। Snapdragon 720G (gaming)।১৬,৫০০ টাকা বাজেটে অন্য কোন ফোনে এই প্রসেসর নেই। প্রসেসরটি যদি অন্য Snapdragon প্রসেসরের সাথে তুলনা করি তাহলে Snapdragon 730 থেকে এগিয়ে থাকে আবার MediaTek helio g95 এর সাথে তুলনা করলে Snapdragon 720g এগিয়ে থাকে। সুতরাং এটাতে গেমিং পারফরম্যান্স অনেক ভালো পাওয়া যাবে।মিডিয়াটেক প্রসেসর গুলো পাওয়ারফুল হয় স্নাপড্রাগণ প্রসেসরের তুলনায়।তবে মিডিয়াটেক অনেক ব্যাটারি ড্রেইন করে।এবং অল্পতেই heat হয় যার কারণে গেমসে frame drops হয়।আর মিডিয়াটেকে long time performance পাওয়া যায় না। শুরুর মত।তবে MediaTek Dimensity সিরিজগুলো ভালোই।


Snapdragon 720g তে আছে Adreno 618 gpu compare করলে mali g76 থেকে কিছুটা ভালো।














 Screenshots from nanoreview.com





Display:

এটাতে ips lcd টেকনোলজির display ব্যবহার করা হয়েছে। চাইলে amoled display ব্যবহার করতে পারত। display size একটু বড় এক হাতে ব্যবহার করা কষ্টকর।




Camera:

ফোনের ক্যামেরা পারফরম্যান্স নির্ভর করে ক্যামেরা সেন্সরের ওপর। এটির Rear ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে Samsung ISOCELL Bright GM2।দাম অনুযায়ী মোটামুটি ভালো সেন্সর।ক্যামেরার লেন্সগুলো আরেকটু ভালো দিলে ক্যামেরা পুরোপুরি পারফেক্ট হতো।তবে যদি আপনি ক্যামেরা প্রেমিক হন তাহলে Redmi note 10/10s নিতে পারেন। ওই দুটোতে sony imx 582 image sensor ব্যবহার করা হয়েছে।ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো এটা থেকে।Redmi note 10/10s শুধু Amoled display আর ক্যামেরা সেকশনে এগিয়ে থাকবে বাকি সব দিকে Redmi note 10 lite better option.




Battery:

5000mah with 18W charging. 0-100 charge হতে প্রায় ১.৩০-২.১৫ মিনিট লাগবে। যদি 33W Fast Charging চান তাহলে Poco m2 pro নিতে 6/64 unofficial 18,500 টাকায় পেয়ে যাবেন।আপনি যদি hardcore gamers হন তাহলে 5-6 hour pubg,,cod gaming করতে পারবেন।আর নরমাল ইউজার হলে ১দিন চলে যাবে।



Ram/rom:

এটাতে LPDDR4x ram and ufs 2.1 speed এর স্টোরেজ ব্যবহার করা হয়েছে। যা এই দামে ভালোই বলা যায়।

DDR এর মানে হলো “Double Data Rate”
তাই DDR version যত বৃদ্ধি পাবে RAM এর speed বাড়তে থাকবে।তাই বেশি র্যাম না দেখে আমাদের প্রয়োজন আগে র্যাম ddr version দেখা.



 Software: এটাতে ৫টি ui(user interface) update+২টি os(operating system) update পাওয়া যাবে।
Miui আমার খুব পছন্দ।কারণ এটার animation,, customisation,, interface,, এ্যাপলের ios এর মত।তবে miui তে অনেক bugs আছে। বিশেষ করে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্শনে। চায়নিজ ভ্যারিয়েন্টে(miui 12.5 enhanced edition) bugs এখন পুরোপুরি fixed.আরেকটা ব্যাপার হচ্ছে। pre-installed ui version এ বার্গস তেমন থাকে না।বার্গস দেখা দেয় নতুন আপডেট ইনস্টল করার পর।যারা বার্গস মুক্ত থাকতে চান তারা আপডেট দিয়েন না অথবা custom rom ব্যবহার করতে পারেন।যেমন: arrow os, Pixel experience,havoc os etc.




মতামত:

আপনি যদি কমদামে ভালো গেমিং জন্যে ফোন নিতে চান তাহলে Redmi note 10 lite আপনার জন্যে পারফেক্ট।16,500 টাকা বাজেটে এরকম অন্যকোন performer নেই।এটার ক্যামেরা পারফরম্যান্স আরো ভালো পেতে gcam(Google camera) ব্যবহার করতে পারেন। এমনিতেও ক্যামেরা খুব একটা খারাপ না।আর যদি bright amoled display,, আরো ভালো camera চান,, নরমাল ইউজার হয়ে থাকেন তাহলে Redmi note 10/10s নিতে পারেন।18,000 হাজারের মধ্যে পেয়ে যাবেন।


পুরো আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ। অপেক্ষা করুন পরবর্তী আর্টিকেলের জন্যে।


Comments